আমাদের সম্পর্কে

হরিনাবাড়ী কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধার্থে তৎকালীন হরিনাবাড়ীর কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব 1995 সালের দিকে এখানে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। আর্থ-সামাজিক বিপর্যয় ইত্যাদি কারণে কলেজের প্রতিষ্ঠা কিছুটা বিলম্বিত হয়। তবে সকল প্রতিকূলতা কাটিয়ে 1999 সালের 17 জন শিক্ষক ও ৭০ জন শিক্ষার্থী নিয়ে হরিনাবাড়ী কলেজ একটি সত্তায় এসে যাত্রা শুরু করে এবং 1996 সালের ১ মার্চ কলেজটি এমপিওভূক্ত করা হয়। বর্তমানে এটি 15 টি বিষয়ে শিক্ষকের জন্য 21 টি পদ পেয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই হরিনাবাড়ী কলেজটি অত্র এলাকার মানুষের কাছে একটি প্রিয় প্রতিষ্ঠান হিসেবে গৌরবময়ভাবে শিক্ষা বিস্তার করে চলেছে।

এই কলেজের অনেক প্রাক্তন ছাত্র সরকারে বিশিষ্ট পদে অধিষ্ঠিত। এবং দেশের রাজনীতি। বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের উজ্জ্বল ফলাফল প্রতিষ্ঠানের গৌরব ও সম্মান বাড়িয়েছে। তবে আল্লাহর রহমতে এই শ্রেষ্ঠত্বের ধারা আগামী দিনগুলোতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।